স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ মানেই যেন ক্রিকেট। অথবা ক্রিকেট মানেই যেন বাংলাদেশ। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল আরও একটি দেশ রয়েছে। তবে দেশটি ক্রিকেটে নতুন। বলছি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের কথা। যারা সম্প্রতি ক্রিকেটে কয়েকটি ট্রফিও জিতে ফেলেছে।
পুরো দেশে ক্রিকেট ছড়িয়ে দিতে তাই এবারই প্রথম দেশটি তাদের পাঠ্যসূচিতে ‘ক্রিকেট’কে স্থান দিতে যাচ্ছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটারদের উঠিয়ে আনতে দেশটির শিক্ষা মন্ত্রনালয়ের সঙ্গে এরই মধ্যে একটি চুক্তি সম্পন্ন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
‘স্কুল ক্রিকেট’ নামে এই প্রকল্পের আওতায় পুরো দেশ জুড়ে সব স্কুলে ক্রিকেটকে পাঠ্যসূচির আওতায় আনার কথা বলা হয়েছে।
২০১৭ সালের শুরু থেকে এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১১ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে স্কুল ক্রিকেট প্রকল্প চালু হলেও সেটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। বর্তমানে সেটি টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
স্কুল ক্রিকেট প্রকল্পের আওতায় আফগানিস্তানে ইতিমধ্যেই অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছে। জাতীয় মানের ওই ক্রিকেটারদের মধ্যে ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, তারিক স্টানিকজাই, নাভিন-উল-হক উল্লেখযোগ্য। এসব খেলোয়াড়রা বর্তমানে আফগান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম