রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১৮:০৪

দেশের খেলা আগে, পরে আইপিএল: মুস্তাফিজ

দেশের খেলা আগে, পরে আইপিএল: মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ঘরে মাঠে এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশের জন্য বড় সুখবর হলো ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজ, রোমাঞ্চিত নিজের প্রথম এশিয়া কাপ নিয়ে। কিন্তু এশিয়া কাপের পরে আবারো যে ব্যস্ত হতে হবে মুস্তাফিজকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১১ তম আসর। এ আসরে হাদারাবাদের হয়ে খেলা কথা রয়েছে সাতক্ষীরার এই বাহাতি পেসারের।

২৪ ফেব্রুয়ারী ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে মাশরাফি- মুস্তাফিজরা। এরপর বিশ্ব টি-টোয়েন্টি আসরে তার আগে মুস্তাফিজকে ঠাসা সূচির মধ্যে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

খুলনায় সিরিজে জিম্ববুয়ের বিপক্ষে তার ইনজুরি, শঙ্কা হয়ে দেখা দেয় দলের জন্য। সেই কারণে পাকিস্তানে সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজকে খেলতে হওয়া হয়। তবে আসন্ন ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে মুস্তাফিজের সিদ্ধান্ত হলো, আগে দেশের খেলা, পরে অন্য কিছু।

কাল এশিয়া কাপের ঢাকা পর্বের অনুশীলনের সময় মুস্তাফিজ জানান, অতীতের মতো এশিয়া কাপেও দলকে দিতে চান নিজের সেরাটা। আর লক্ষের কথা জানাতে গিয়ে দ্বিধাহীন বাংলাদেশি কাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মুস্তাফিজ বলেন, ‘দেশের খেলা আগে, পরে আইপিএল।’

মুস্তাফিজ আরো জানান, এশিয়া কাপ নিয়েই ভাবছেন তবে দৃষ্টি থাকছে আসন্ন টি ২০ বিশ্বকাপের দিকেও। বিশ্বকাপে ভালো খেলতে এশিয়া কাপের ভূমিকা থাকবে বলে বিশ্বাস মুস্তাফিজের। যদিও এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তরুণ এই পেসার। গত বছর জুন মাসে ভারতের বিপক্ষে অভিষেকের পর থেকে বাংলাদেশের বোলিং স্তম্ভ হয়ে উঠেছেন মুস্তাফিজ।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে