স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আরব আমিরাতের কাছে ৬ উইকেটে হেরে টানা দ্বিতীয় হার নিয়ে মূল পর্বে আশা শেষ হয়ে গেল হংকং ক্রিকেট দলের। ফলে এ হার নিয়ে নিজ দেশ ফিরে যেতে হচ্ছে হংকংকে। এদিকে, এ জয়ে এশিয়া কাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় কুড়ালো সংযুক্ত আরব আমিরাত।
রোববার ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে হংকং। ২৬ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। তবে চাপ সামাল দেন বাবর হায়াত ও মার্ক চ্যাপম্যান। ২৯ রান করে চ্যাপম্যান আউট হলেও হাফসেঞ্চুরি করেন বাবর। ৫৪ রান করে আউট হন তিনি। এরপর নাজিকাত খানের ২৮ ছাড়া আর কেউই পৌঁছতে পারেন নি দুই অঙ্কের ঘরে। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে হংকং।
১৪৬ রানের জবাবে মোহাম্মদ সাহজাদের (৫২) এবং ওসমানের ৪১ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ১৮.৩ ওভার খেলে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় আরব আমিরাত। এই ম্যাচ জয়ে মূলপর্বে ওঠার লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেল আরব আমিরাতের। সমান দুই পয়েন্ট আছে আফগানিস্তান, ওমান ও আরব আমিরাতের।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস