ঢাকা: আর্জেন্টিনার ক্ষুদে ফুটবল যাদুকর লিউনেল মেসি, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার কিংবা সুয়ারেজের হাত ধরে বার্সেলোনা চলতি মৌসুমে একের পর এক গোল করে চলেছে। এই তিন তারকা ফুটবলার এবারের মৌসুমে এখন পর্যন্ত করেছেন ৭৩ গোল। বার্সার এই গোল উৎসবের মৌসুমে ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তমু বলেছেন, ‘বার্সা শুধু একটি ক্লাব নয়, বরং তার চেয়েও বেশিকিছু। তাই এমএনএসসহ অন্য খেলোয়াড়রা এখানে সুখি। তারা শুধু টাকার জন্য অন্যত্র যাবে না।’
সেসব উদাহরণের তুলে ধরে বার্তমো বলেন, ‘মেসি ১৩ বছর বয়স থেকে এখানে আছে। নেইমার এসেছে ২০১৩ সালে। তার প্রথম বছরটা ছিল উন্নতির। এরপর সুয়ারেজ এসেছে। আমরা তাকে শুরুতে কিছুটা পরিবর্তন করে খেলেছিলাম। এখন সে নয় নম্বরে নিজের জায়গা করে নিয়েছে। মেসি তার পজিশনে বিশ্বের সেরা। নেইমারও দুর্দান্ত মেধাবী। সেও সেরা খেলোয়াড়। শুধু এই তিনজনই নয় ইনিয়েস্তা, বুসকেট, পিকেদের কথাও বলা যায়। তারা সবাই নিজেদের পজিশনে দুর্দান্ত।’
বার্তমো বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। কেননা আমরা বিশ্বাস করি তারা এই শহর ও এই ক্লাব নিয়ে খুশি। তারা নিজেদের খেলাটা উপভোগ করছে। তারা সবাই একটা গ্রুপে রয়েছে। তাই আমরা নিশ্চিত তারা অন্য কোথাও যাবে না। বিশেষ করে টাকার জন্য তারা এমন সিদ্ধান্ত নেবে না।’
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম