স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশে উড়াল দেয়া আগে বিমান বন্দরে ভারতীয় সাংবাদিকদের উপর ক্ষেপে গেলেন ধোনি । তার মধ্যেই বার বার ঘুরে ফিরে চলে এল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসরের কথা। যাতে ধোনির সাফ বক্তব্য, বার বার এক প্রশ্ন করে তাঁর সিদ্ধান্ত বদলানো যাবে না। বরং তাঁকে অন্য প্রশ্ন করাই ভাল।
বোরবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে একই প্রশ্ন শুনে তিনি বলেন, আমি একমাস আগে বা ১৫ দিন আগে যেটা বলেছি সেটা পরিবর্তন হয়ে যাবে না। উত্তর একই থাকবে। যদি না আমার কাছে নতুন কিছু জানতে চাওয়া হয়।’’ শুক্রবার ধোনি এটা পরিস্কার করে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি যেকোনও সময় অবসর নিতে পারেন। সেটা খুব তাড়াতাড়ি হবে।
তবে এদিন রীতিমতো বিরক্ত দেখাল ধোনি। ঘুরে ফিরে সমালোচনা করে গেলেন সাংবাদিকদের প্রশ্নের। তিনি বলেন, ‘‘যাই হোক সব কিছু নিয়ে ভারতেই প্রশ্ন ওঠে। আমরা যদি খুব সহজে টি-টোয়েন্ট বিশ্বকাপ জিতি তাহলে বলা হবে আগেই হতে পারত। যদি ফাইনালে হেরে যাই তাহলে জানতে চাওয়া হবে আমার কি চাপ নিতে পারলাম না। আমরা যদি যোগ্যতা অর্জন না করতে পারি তাহলে প্রশ্ন উঠবে আমাদের চাপ নেওয়ার মতো ক্ষমতা আছে কি না। আমার বিশ্বাস আমি মানুষের মুখ বন্ধ করতে পারব না। তবে প্রশ্ন উঠলে আমি উত্তর দেব।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস