রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০১:১৯

ঠাণ্ডা মেজাজের ব্রাভোর পরিবর্তে সেই হার্ড হিটারকে দলে টানলো ওয়েস্ট ইন্ডিজ

ঠাণ্ডা মেজাজের ব্রাভোর পরিবর্তে সেই হার্ড হিটারকে দলে টানলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ শিবির থেকে বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। নাম প্রত্যাহারের তালিকায় রয়েছেন অপেক্ষাকৃত ঠাণ্ডা মেজাজের ক্রিকেটার ড্যারেন ব্রাভো।

তবে ব্রাভোর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দলে নিয়েছেন হার্ড হিটার ব্যাটসম্যান জনসন চার্লসকে। যিনি গত নভেম্বরে শ্রীলঙ্কা সফরে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন। আর ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে হওয়া বিশ্বকাপে দেশকে শিরোপা জেতাতেও ভূমিকা ছিল তার।

মূলত বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে সই না করা ব্রাভো টেস্ট ক্রিকেটকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, সুলিমান বেন, কার্লোস ব্রেথওয়েইট, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, অ্যাশলে নার্স, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, জেমস টেইলর।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে