রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২০:৫৭

বীরের মতো বিদায় নিচ্ছেন ম্যাককালাম

বীরের মতো বিদায় নিচ্ছেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক: আচ্ছা নিউজিল্যান্ড ক্রিকেট দল ব্রেন্ডন ম্যাককালামের চেয়ে ভালো ক্যাপ্টেন কি কখনো পেয়েছিল? এক কথায় উত্তর ‘না’। যে অধিনায়ক ওয়ানডে বিশ্বকাপে নিজ দলকে নিয়ে গেছেন ফাইনালে। অল্পের জন্য বিশ্বকাপটা জেতা হয়নি। তাতে কি, তার এই অসাধারণ নেতৃত্বের কারণে পুরো দেশ তাকে সম্মান জানিয়েছেন।

ম্যাককালাম এরপর হঠাৎ করেই বলে বসলেন ক্রিকেট আর খেলবেন না। তিনি যে মুহুর্তে ক্রিকেটকে বিদায় ঘোষণা করেছিলেন, সেই মুহুর্তে ছিল অস্ট্রেলিয়া সিরিজ। আর এর জন্য তিনি অস্ট্রেলিয়ার সাথেই খেলছেন তার ক্যারিয়ারের শেষ সিরিজ।

এরপর বীরের মতো ম্যাককালাম একাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন। শুধু জেতা বললে ভুল হবে, নিজেও দেখিয়েছেন ব্যাটিং ঝলক। করেছেন সেঞ্চুরি। হয়েছেন টুর্নামেন্ট সেরা।

ওয়ানডে সিরিজ শেষ করার পর এবার শুরু হয়েছে টেস্ট সিরিজ। চলতি টেস্ট সিরিজ ম্যাককালামের জন্য শেষ সিরিজ। আর বিদায়ী এই সিরিজে তিনি আজ খেলেছেন দুর্দান্ত এক ইনিংস।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ৫৪ বলে সেঞ্চুরি করেছেন ম্যাককালাম। ঘরের মাঠ হ্যাগলি ওভালে যখন মাঠে নেমেছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক, ৩২ রানে ৩ উইকেট হারিয়ে তখন কাঁপছে দল। নেমেই ম্যাককালাম শুরু করলেন অবিস্মরণীয় এক প্রতি আক্রমণ।

দ্বিতীয় বলেই চার মেরে শুরু। খানিক পরই মিচেল মার্শের এক ওভারে মারলেন দুটি চার ও দুটি ছক্কা। ৩৯ রানে অবশ্য জেমস প্যাটিনসনের বলে গালিতে মিচেল মার্শের অসাধারণ ক্যাচের শিকার হয়েছিলেন। কিন্তু টিভি রিপ্লে দেখে নো বল দেন আম্পায়ার।

৩৪ বলে অর্ধশতকে পৌঁছান ম্যাককালাম। এর পর আরও বিধ্বংসী তার ব্যাট। পরের পঞ্চাশে বল লাগল মাত্র ২০টি!

৮২ রান থেকে জস হেইজেলউডকে একটি ছক্কা ও টানা তিন চারে ম্যাককালাম তিন অঙ্ক স্পর্শ করেন ৫৪ বলে। পেছনে ফেলে দেন ভিভ রিচার্ডস ও মিসবাহ-উল-হকের রেকর্ড। ১৯৮৬ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে শতক করেছিলেন রিচার্ডস। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবু ধাবিতে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মিসবাহ।

সময়ের হিসেবে ম্যাককালামের সেঞ্চুরি ইতিহাসের তৃতীয় দ্রুততম।  এর চেয়ে ভালো বিদায় আর কিছু কি হতে পারে?
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে