রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৭:৪৯

শেষ ম্যাচে ভিলিয়ার্স-আমলার ব্যাটিং ঝড়, অবাক ক্রিকেটবিশ্ব

শেষ ম্যাচে ভিলিয়ার্স-আমলার ব্যাটিং ঝড়, অবাক ক্রিকেটবিশ্ব

স্পোর্টস ডেস্ক: এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ইংল্যান্ড। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৭২ রানের লক্ষ্য প্রোটিয়ারা অতিক্রম করে ৩২ বল আর ৯ উইকেট হাতে রেখে ক্রিকেটবিশ্বকে অবাক  করে টেস্ট সিরিজে নাকাল এবং ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও জিতলো।

রোববার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্সে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অধিনায়ক ফাফ ডু প্লেসি। ইংলিশরা ৩ উইকেটে ১৫৭ রান করার পর অল আউট হয়ে যায় ১৭১ রানে দুই বল হাতে রেখেই। সর্বোচ্চ ৫৪ রান করেন বাটলার ৪০ বলে।

জবাবে ডি ভিলিয়ার্স ২৯ বলে ৭১ রান করে ( ৬ ছক্কা ও ছয় চার) আউট হলেও আমলা ৩৮ বলে ৬৯ রান (তিন ছক্কা ও আট চার) করে অপরাজিত থাকেন। উদ্বোধনী উইকেটে ১২৫ রান করেন তারা মাত্র ৮.২ ওভারে। এ জুটি ১০০ পুরো করেন ৪১ বলে। ফাফ ডু প্লেসি ২১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে