স্পোর্টস ডেস্ক : পারফরম্যান্সের কথা ব্যাপারে কথা বললেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। নিজের পারফরম্যান্স আরো বাড়াতে চান তিনি।
দুদিন পরই এশিয়া কাপ। মিরপুরের হোম অব ক্রিকেটে কঠোর অনুশীলনে ব্যস্ত এই টাইগার তারকা।
মাশরাফি বিন মর্তুজা বলেন, দলের খেলোয়াড়রা পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে। দলের খেলোয়াড়দের প্রতিও পারফরম্যান্সের কথা উল্লেখ করেন তিনি।
মাশরাফি সাংবাদিকদের বলেন, স্পোর্টিং উইকেট থাকলে কোনো অসুবিধা হবে না। পেসাররা ভালো করবে। একজন পেসার না পারলে আরেকজন করবে। তিনটি ডিপার্টমেন্টেই আমাদের ভালো করতে হবে।
‘আমি আমার খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখি; তারা তাদের সেরাটাই দেবে। ইনশাআল্লাহ আমরা এবারের এশিয়া কাপে ভালো কিছু করব, বলেন তিনি।
এবারই প্রথমবারের মতো টি-টুয়েন্টি ফরমেটে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই পর্দা উঠছে ‘ষষ্ঠ এশিয়া কাপের’। এশিয়া কাপ দেখার অপেক্ষায় মুখিয়ে আছে ভক্তরা।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম