স্পোর্টস ডেস্ক: গত ৭ অক্টোবর প্রায় ছয় মাস পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার আর ছয় মাস নয়, মাত্র সাড়ে তিন মাস পর বিসিবির বোর্ড সভা আগামীকাল সোমবার দুপুর দেড়টায় শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে হবে এই সভা।
সোমবারের সভায় বেশকিছু বিষয় বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা গেছে। নতুন বছরের প্রথম সভায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের চুক্তি, প্রধান নির্বাচকের মেয়াদ বাড়ানো, ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন ও টি২০ বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা।
এছাড়া কিছুদিন আগেই শেষ হয়ে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সফল আয়োজনের বিষয়টিও উঠবে সোমবারের বোর্ড সভায়। জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে। জাতীয় দলের জন্য নতুন কম্পিউটার অ্যানালিস্ট নিয়োগের বিষয় অনুমোদন পেতে পারে।
বিসিবির ভেতরকার খবর, নতুন অ্যানালিস্ট হতে পারেন একজন ভারতীয়। আর এতদিন টাইগারদের অ্যানালিস্টের কাজ করা নাসির আহমেদ নাসুকে দেয়া হতে পারে জাতীয় দলের অপারেশন্স সম্পর্কিত দায়িত্ব। টি২০ বিশ্বকাপে পুরুষ ও নারী দলের স্পন্সরশিপের অনুমোদন হওয়ার কথা রয়েছে সোমবারের এই বোর্ড সভায়।-বাংলামেইল
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস