রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৬:২৩

বন্ধুদের সঙ্গে মাছ ধরতে প্রাণবন্ত টাইগার মিরাজ

বন্ধুদের সঙ্গে মাছ ধরতে প্রাণবন্ত টাইগার মিরাজ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগেই বলে রেখেছিলেন স্বপ্নের কথা। বিশ্বসেরা হতে চেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ যুবদলের অধিনায়ক। তার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। সদ্যশেষ হওয়া যুব বিশ্বকাপে ছয় ম্যাচে টানা তিনটিসহ চার হাফ সেঞ্চুরিতে ২৪২ রান, সঙ্গে ১২টি উইকেট নিয়ে বিশ্বসেরার মুকুট জিতেছেন তিনি। ব্যাটে-বলে তো বটেই, অধিনায়ক হিসেবেও নজর কেড়েছেন মিরাজ। সামনে থেকে নেতৃত্ব দেয়া বলতে যা বোঝায়, পুরো বিশ্বকাপে সেটাই করে দেখিয়েছেন তিনি। তবে বিশ্ব সেরা খেলোয়াড় বাংলাদেশ যুব দলের সেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দেখা গেলো এবার সম্পূর্ণ ভিন্ন রূপে।

বন্ধুদের সঙ্গে মাছ ধরার প্রাণবন্ত একটি ছবি ফেসবুকে শেয়ার করে ভক্তদের সঙ্গে অনাবিল আনন্দ ভাগাভাগি করে নিলেন এই উঠতি তারকা।ছবিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবার নজরকাড়া মেহেদী হাসান মিরাজকে দেখা গেলো বাংলার দামাল ছেলের ভূমিকায়। ক্রিকেটারের জার্সি গায়ে উচ্ছ্বল মিরাজের এ যেনো অন্যরূপ।
 ২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে