সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫১:৩৯

সুখবরের পরিবর্তে তামিমের জন্য এল দু:সংবাদ, কোথায় রাখবেন এই ব্যথা?

সুখবরের পরিবর্তে তামিমের জন্য এল দু:সংবাদ, কোথায় রাখবেন এই ব্যথা?

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের আইকনদের আইকন তামিম ইকবাল তাকিয়ে ছিলেন একটি সুখবরের দিকে তাকিয়ে। কিন্তু এবার হতাশ তার কোটি কোটি ভক্তরাও।

তামিম ইকবাল এখন ব্যাংককে রয়েছেন। দুঃখজনক বার্তাটি তার কানে পৌঁছে গেছে বেশ কয়েক ঘণ্টা আগে। লজ্জায় লাল আফ্রিদিরা। সুখবরের পরিবর্তে তামিমের জন্য এল দু:সংবাদ, কোথায় রাখবেন এই ব্যথা?

তামিম ইকবাল যখন আফ্রিদিদের সাথে ছিলেন তখন সবচেয়ে ভালো দলটির নাম ছিলো পেশোয়ার জালমি। এখন এই দলটি হেরেছে পুচকে দলের সাথেও।

এর আগে একক নৈপুণ্যে ম্যাচ জয় করেছেন তামিম। কিন্তু তামিমহীন জালমি হেরেছে লজ্জাজনকভাবে। পাকিস্তানের সুপার লিগে ফাইনালে যাওয়ার শেষসুযোগও কাজে লাগাতে পারেনি জালমি।

হাফিজ-আকমলরা তামিম ইকবালকে খুশি করতে পারেননি। তামিম প্রত্যাশা করেছিলেন তার দল এবারের শিরোপা জিতবে।

গ্রুপ পর্বে সেরা দল হওয়ার পরে তামিমের প্রত্যাশা বেড়ে যায় আরও। কিন্তু তামিম ইকবাল দলের সাথে না থাকায় সব কিছু যায় বিপরীত দিকে।

ফাইনালে যাওয়ার ৩য় কোয়ালিফাইর ম্যাচে মিসবাহর ইসলামাবাদের কাছে ৫০ রানে পরাজিত হয়েছে তামিম ইকবালের পেশোয়ার জালমি। আফ্রিদি অবশ্য ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন।

কিন্তু শুধু কামরান আকমল ছাড়া অন্যরা সবাই পরাস্ত হওয়ায় কেঁদেই মাঠ থেকে বিদায় নিতে হয় আফ্রিদিদের।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে