সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৩:৪০

বিধ্বস্ত হওয়ার চিত্র দেখছে এই ক্রিকেটপাগল বাচ্চাটি

বিধ্বস্ত হওয়ার চিত্র দেখছে এই ক্রিকেটপাগল বাচ্চাটি

স্পোর্টস ডেস্ক : এই শিশুটি এখন ভাইরাল। স্টেডিয়ামে হাজির হয়ে ক্রিকেট খেলা উপভোগ করেন এই ৫ বছরের শিশুটি।

দলের বিপদের সময় মন ভালো তার। বিধ্বস্ত হওয়ার করুণ চিত্র দেখছে শিশুটি। এমন সময়ে শিশুটিতে স্বান্তনা দেয়ার কেউ নেই।

নেই তার পরিবারের সদস্যরাই। কেননা সবার জীবনেই যেন কাল নেমে এসেছে। চরম বিপদের মূহুর্তে কাউকে কেউ স্বান্তনা দেয়ার থাকেনা! এই শিশুটি এর উদাহরণ।

কে এই শিশুটি? হয়তো এরই মধ্যে জেনে গেছেন অনেকে। এই মেয়েটি পাকিস্তানের তারকা শহীদ আফ্রিদির শিশু কন্যা।

শিশুটির নাম আজওয়া। দল হেরে যাচ্ছে। তার বাবা দুর্দান্ত ব্যাটিং করে সাজঘরে ফিরছেন। আজওয়ার মা ও তার দুই বড় বোন অঝোঁরে কাঁদছেন। এমন সময় ক্যামেরা বন্দি হয়েছেন এই শিশুটি।  
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে