সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২৬:২৭

ম্যাচ শেষের আগেই কেন মাঠ ছাড়লেন রেফারি?

ম্যাচ শেষের আগেই কেন মাঠ ছাড়লেন রেফারি?

স্পোর্টস ডেস্ক : লিভারকুজেনের কোচ মাঠের টেকনিক্যাল এরিয়ায় ঢুকে পড়ায় তাকে সতর্ক করেছিলেন রেফারি ফেলিক্স জোয়ের

জার্মান বুন্দেসলীগায় গতরাতে বায়ার লিভারকুজেন ও বুরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার খেলা শেষ হবার আগেই ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন রেফারি ফেলিক্স জোয়ের।

বুন্দেসলীগার ইতিহাসে প্রথমবারের মত এমন ঘটনা ঘটল। তবে তার আগেই বুরুশিয়া ডর্টমুন্ড জয়সূচক একমাত্র গোলটি করে।

আর সেই গোলটি নিয়েই যত গণ্ডগোল। গোল হবার পরই, লিভারকুজেনের কোচ রজার শ্মিট বলেন, যে ফ্রি কিকে গোল হয়েছে সেটি সঠিক স্থান থেকে নেয়া হয়নি।

তাই এটি গ্রহণযোগ্য হতে পারে না। এই নিয়ে কথা বলতে বলতে মি. শ্মিট খেলার মাঠে টেকনিক্যাল এরিয়াতে চলে আসেন।

কিন্তু ডাগ আউট থেকে মি. শ্মিটকে চলে যেতে বলার জন্য লিভারকুজেনের ভারপ্রাপ্ত অধিনায়ককে নির্দেশ দেন রেফারি।

কথা শোনেননি মি. শ্মিট। এরপর রেগে গিয়ে ম্যাচ পরিত্যক্ত করে মাঠ ছেড়ে বেরিয়ে যান রেফারি ফেলিক্স।-বিবিসি
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে