সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৩:৪৯

যে কারণে অঝোরে কাঁদছেন আফ্রিদির স্ত্রী-কন্যারা

যে কারণে অঝোরে কাঁদছেন আফ্রিদির স্ত্রী-কন্যারা

স্পোর্টস ডেস্ক : স্তব্ধ পুরো স্টেডিয়াম। স্টেডিয়ামে শুরু হয়ে যায় হাহাকার। আফ্রিদির অসংখ্য ভক্ত হাজির হয় গ্যালারিতে।

ওঁত পেতে আছে ক্যামেরা। অঝোরে কাঁদছেন আফ্রিদির শিশু-কন্যারা। আফ্রিদির পরিবারকে এর আগে এমন রুপে দেখা যায়নি কখনো।

আফ্রিদি শুধু পেশোয়ার জালমির অধিনায়ক নন। এটি তাদের নিজেদের দল বললেই চলে। তার বড় মালিক পোশোয়ার জালমির।

পরিবারের সদস্যরা ছিলেন স্টেডিয়ামে। কিন্তু এদিন দলকে জিতাতে পারেননি আফ্রিদি। দল যখন হারের মুখে তখনই উপরোক্ত ছবির দৃশ্য দৃষ্টি কাড়ে ক্যামেরার।

দেখা যায় দলের বিপদের কারণে অঝোরে কাঁদছেন শহীদ আফ্রিদির পুরো পরিবার। আফ্রিদির নেতৃত্বে শিগগিরই বাংলাদেশে আসছে পাকিস্তানের ক্রিকেটাররা।

এই আফ্রিদির দল বাজে পারফর্ম করে বিদায় নিয়েছে পিএসএল থেকে। পরিবারের কান্নার সাথে ক্ষোভও আছে তার ভক্তদের।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে