স্পোর্টস ডেস্ক : নতুন বছরটা শুরুই হয় বিশ্বকাপ দিয়ে। এরই মাঝে আবার এশিয়াকাপ। সবকিছুর জন্য আইসিসির প্রথম পছন্দ বাংলাদেশ। বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়াকাপের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বেশ আগে।
বাংলাদেশ সরাসরি এমিয়াকাপের মূল পূর্বে অংশ নেয়ার সুযোগ পায়। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও সরাসরি মূলপর্বে অংশ নেয়ার সুযোগ পায়। তবে বাছাই পর্ব খেলে আসতে হবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকংকে।
দেখে নিন, এশিয়াকাপের চূড়ান্ত সিডিউলে তামিমদের কখন কারা প্রতিপক্ষ-
ফেব্রুয়ারি ২৪ : বাংলাদেশ - ভারত
ফেব্রুয়ারি ২৫ : শ্রীলঙ্কা - বাছাই পর্বের দল
ফেব্রুয়ারি ২৬ : বাংলাদেশ - বাছাই পর্বের দল
ফেব্রুয়ারি ২৭ : ভারত – পাকিস্তান
ফেব্রুয়ারি ২৮ : বাংলাদেশ – শ্রীলঙ্কা
ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান – বাছাই পর্বের দল
মার্চ ১ : ভারত – শ্রীলঙ্কা
মার্চ ২ : বাংলাদেশ – পাকিস্তান
মার্চ ৩ : ভারত – বাছাই পর্বের দল
মার্চ ৪ : পাকিস্তান – শ্রীলঙ্কা
মার্চ ৬ : ফাইনাল
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর