স্পোর্টস ডেস্ক : ঢাকায় ভারতের ক্রিকেটাররা। শক্তিশালী দল নিয়ে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে ভারত। ভারত বাংলাদেশকে শক্তিশালী মনে করে।
আর কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশ ও ভারতের ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে এশিয়াকাপের। এশিয়াকাপে বাংলাদেশ ও ভারতের ম্যাচ মাঠে গড়াচ্ছে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
এর আগে মাশরাফি বিন মুর্তজা মুখোমুখি হন সাংবাদিকদের। মাশরাফি বলেছেন, অনেকে আমাদের ফেবারিট মনে করে। স্বাগতিক দেশ হওয়ার কারণে এগিয়ে রাখছেন কেউ কেউ।
কিন্তু আমরা সেটা মনে করি না। মাশরাফি বলেন, প্রতিটা ম্যাচেই আমাদের ভালো খেলার প্লান থাকে। সব দলকেই গুরুত্ব দিয়ে দেখি।
ভারতের বিপক্ষে বিশেষ কোনো প্লান রয়েছে কিনা? এই বিষয়ে মাশরাফি বলেন, বিশেষ কোনো প্লান আমাদের নেই। ভালো খেলতে চাই।
এটা করতে পারলেই আমাদের চলবে। মাশরাফি বলেন, বিশেষ কিছু প্রমাণের ভাবনা মাথায় নেই। প্রয়োজন বলেও মনে করছি না।
টাইগারদের দলীয় অধিনায়ক বলেন, দলের সবার প্রতি আস্থা রাখি এই আস্থার প্রতিদান মাঠে দেখতে পারলেই লক্ষ্য সফল হবে আমাদের।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর