সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৫৬:৩৭

শাহাদাত-নিত্যকে কঠিন বার্তা দিয়েছে আদালত

শাহাদাত-নিত্যকে কঠিন বার্তা দিয়েছে আদালত

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের এক সময়ের ফার্স্ট বোলার শাহাদাত হোসেন রাজিব ও তার স্ত্রী নিত্যকে কঠিন এক বার্তা দিয়েছে আদালত।

শাহাদাত ও নিত্য মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য জামিন আবেদন করেন আদালতে। সোমবার সকালে আদালত এ জামিন আবেদন নকোচ করে দেন।

একই সাথে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরই মাধ্যমে শেষ হচ্ছে শাহাদাত ও নিত্যর মামলা থেকে অব্যাহতি পাওয়ার শেষ আশা!

এখন বিচরিক দপ্তরে যাচ্ছে মামলার কার্যক্রম। নিজ বাসার গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের মামলায় সর্বনাশ হতে চলেছে এই পরিবারের।

সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাঈল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক কার্যক্রম চালানোর নির্দেশ দেন।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে