স্পোর্টস ডেস্ক : শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা বিশ্বকাপ। আর্জেন্টিনা ও ব্রাজিলসহ রথি-মহারথিরা অংশ নেবে ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই মিলন মেলায়।
ফুটবল বিশ্বকাপের পরেই দ্বিতীয় কোনো বিশ্বকাপের তকমা দেয়া হয় জমজমাট এই উত্তেজক লড়াইকে। এবার অংশ নিচ্ছে ১৬ টি দেশ।
শতবর্ষের ঐতিহ্যবাহী কোপা আমেরিকার ব্রাজিল ও আজেন্টিনার ম্যাচের সময় সূচির ঘোষণা দেয়া হয়েছে। নিচে এটি উল্লেখ করা হলো-
(ডি গ্রুপ) আর্জেন্টিনার খেলার সূচি:
৬ জুন: আর্জেন্টিনা-চিলি
১০ জুন: আর্জেন্টিনা-পানামা
১৪ জুন: আর্জেন্টিনা-বলিভিয়া
(বি গ্রুপ )ব্রাজিলের খেলার সূচি:
৪ জুন: ব্রাজিল-ইকুয়েডর
৮ জুন: ব্রাজিল-হাইতি
১২ জুন: ব্রাজিল-পেরু
কোপা আমেরিকা বিশ্বকাপে এ গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টা রিকা ও প্যারাগুয়ে। সি গ্রুপে খেলবে মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা আর ভেনেজুয়েলা।
প্রতিটি গ্রুপ থেকে দুটি দল যাবে শেষ আটে। আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি থাকলেও শেষ আটে যাওয়ার বাধা হয়তো থাকছে না মেসিদের সামনে। অন্যদিকে ব্রাজিলতো বেশ সহজ গ্রুপে।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর