রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:২২:৫৪

আস্থার প্রতিদান দিতে পারলেন না মুস্তাফিজ

আস্থার প্রতিদান দিতে পারলেন না মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : এনসিএলে ফাইনালে উঠার লড়াইয়ে ঢাকা মেট্রোর কাছে হেরেছে খুলনা বিভাগ। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালের টিকিট পেয়েছে নাঈম শেখের দল। 

আর এই ম্যাচ জিততে ঢাকা থেকে সিলেটে মুস্তাফিজুর রহমানকে উড়িয়ে নিয়ে গিয়েছিল তার দল খুলনা। তবে আস্থার প্রতিদান বল হাতে দিতে পারেননি ফিজ। ৪ ওভার বল করে দিয়েছেন ৩৫ রান।

ম্যাচ শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা মোহাম্মদ মিঠুন ফিজকে নিয়ে বলছিলেন, 'শুধু যে ফিজ একা আমাদের জন্য অসাধারণ কিছু করে দেবে এরকম না। আমরা আসলে ওই আশাতেও মাঠে আসিনি। আমাদের বাকি বোলাররা কিন্তু পুরো টুর্নামেন্টে ভালোই করেছিল। ফিজ এসে আমাদের ম্যাচ জিতিয়ে দেবে এরকম চিন্তা আমাদের ছিল না। কিন্তু অবশ্যই ফিজের মত এরকম একটা বোলার যদি কোন দলে থাকে, অন্যান্য বোলার থেকেও তো আশাটা তখন বেশি থাকবে এটা খুব স্বাভাবিক।'

তবে মিঠুনের আক্ষেপ ম্যাচের আগে সময় কম পাওয়ায়। দ্রুত ম্যাচ হওয়ায় শেষ দিকে সিলেটের উইকেটে রানের সংখ্যাও কমতে শুরু করে বলে মনে করে মিঠুন, 'দেখেন ওয়ার্ক লোডের একটা বিষয় তো আছে। খেলোয়ারদের ক্ষেত্রেও টানা ম্যাচ খেললে একসময় বডি সাপোর্ট দিতে পারে না।'

'খেয়াল করেন যে অনেক ঘন ঘন ম্যাচ হয়েছে। উইকেট রেস্ট পায়নি, খেলোয়াড়রাও রেস্ট পায়নি। তবে অবশ্যই টুর্নামেন্টে অনেক ভাল ছিল। আমি ব্যক্তিগতভাবে আশা করব যে পরবর্তীতে এরকম টুর্নামেন্ট যেন হয়। আরেকটু সময় নিয়ে করলে ভালো হয়। অতিরিক্ত খেলার কারণে কিন্তু উইকেটটা রান দিতে পারছে না। প্রথমদিকে যেমন হাই স্কোরিং হয়েছে ওইটা আস্তে আস্তে কিন্তু কমে গেছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে