স্পোর্টস ডেস্ক : এশিয়াকাপের মূল পর্ব শুরু হওয়ার আগেই মিরপুর স্টেডিয়ামে নিজেদের পুরো মাত্রায় মেলে ধরে আফগানিস্তান।
দলের সাথে রয়েছেন ৩ জন জাদরান। স্টেনেকজাই ও মোহাম্মদ নবীর মত ক্রিকেটাররা রয়েছেন একাদশে। মূল পর্বে যাওয়ার জন্য সোমবারের ম্যাচে বড় জয়ের কোনো বিকল্প নেই আফগানিস্তানের।
দাপটটা সেভাবেই দেখাচ্ছে আফগানিস্তান। টাইগারদের মিরপুরে ম্যাজিক দেখিয়ে মুগ্ধ করেছে সেই আফগানিস্তান। ১৪ ওভারে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। আফগানদের প্রতিপক্ষ হংকং।
হংকংয়ের বিপক্ষে বড় জয়ের আভাস দিচ্ছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। তবে বড় জয় পেলেই হবে না। তাকিয়ে থাকতে হবে আরব আমিরাত ও ওমানের ম্যাচের দিকে।
এই ম্যাচে আরব আমিরাত জয় পেলে বিদায় নিতে হবে আফগানিস্তানকে। আর ওমান জয় পেলে হবে পয়েন্ট নিয়ে টানাটানি হবে।
পয়েন্টে যে দেশ এগিয়ে থাকবে এশিয়াকাপের ফাইনালে যাবে সে দেশটি। সে বিষয়টি চূড়ান্ত হবে আর পাঁচ-থেকে ছয় ঘণ্টা পরেই। তবে এর আগে আফগানদের ঝলক উপভোগ করছেন ভক্তরা।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর