সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৩:৫০

নেইমারের সঙ্গে তাঁর মিল খুঁজে পান রোনালদো

নেইমারের সঙ্গে তাঁর মিল খুঁজে পান রোনালদো

স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে দক্ষতা আর কঠোর পরিশ্রম ব্রাজিলের সুপারস্টার নেইমারকে আলাদা করে দেখেছেন পর্তুগিজ অধিনায়ক ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার রোনালদো।

এ প্রসঙ্গে পর্তুগিজের রোলনাদো বলেন, নেইমার আর আমার থেলার মধ্যে পার্থক্য তৈরি করা কোনো কঠিন কাজ নয়। আমি যেহেতু নেইমারের সঙ্গে দীর্ঘদিন থেকে খেলে আসছি, তাই তাকে কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। বার্সেলোনার অন্যতম তারকা নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের সঙ্গে নিজের খেলার মিল খুঁজে পান তিনি।

রোনালাদো আরো বলেছেন, নেইমারের ফুটবল দেখতে আমার খুব ভাল লাগে। আমার সঙ্গে ওর খেলার বেশ সাদৃশ্য রয়েছে। প্রথমদিকে স্প্যানিশ ফুটবলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ওকে সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু জানতাম, ও এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে। সেটাই এখন দেখা যাচ্ছে।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে