সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫২:৩৭

অবাক কাণ্ড, রেফারিকেই লাল কার্ড দেখালেন খেলোয়াড়!

অবাক কাণ্ড, রেফারিকেই লাল কার্ড দেখালেন খেলোয়াড়!

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়ের কাণ্ড! রেফারিকেই লাল কার্ড দেখালেন তিনি।  তুরস্কের সুপার লিগে রেফারিকে লাল কার্ড দেখিয়ে ফেঁসে গেছেন ট্রাবজোন্সপোরের।

ডিফেন্ডার সালিহ দুরসুন।  বেরসিক রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

রোববার রাতে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ চলার সময় ট্রাবজোন্সপোরের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানো নিয়ে বচসা শুরু হয়।  একপর্যায়ে রেফারির হাত থেকে লাল কার্ড পড়ে যায়।  সেটি কুড়িয়ে নিয়ে রেফারিকেই দেখিয়ে দেন দুরসুন।  এ ঘটনায় উত্তেজিত রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে তাকে বের করে দেন।

১৯৯৫ সালে এক ম্যাচে এমন কাণ্ডই ঘটিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবল পল গ্যাসকোয়েন।  অবশ্য সেবার কার্ড ছিল হলুদ।  রেফারিও গ্যাসকোয়েনকে তিনি হলুদ কার্ড দেখিয়েছিলেন।

ম্যাচটিতে দুরসুনরা হারেন ২-১ গোলে।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে