স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে ৩০০ রান করা অনেক ব্যাটসম্যানে স্বপ্ন থাকে। তবে তা এবার বাস্তবে করে দেখালো ভারতের এক ক্রিকেটার। একদিনের ম্যাচে প্রথমবারের মত কোনো খেলোয়াড় হিসেবে ৩০০ রানের গণ্ডি পার করলেন তিনি।
ঘটনাটা ঘটেছে ভারতের মুম্বাইয়ে। মাত্র ১৩৮ বলে ২৮ টি চার ও ২৬ টি ছক্কায় এই কীর্তি গড়লেন প্রীতম পাতিল নামের এক ব্যাটসম্যান।
যদিও ম্যাচটি আন্তর্জাতিক মানের ছিল না। তারপরও নতুন রেকর্ড তৈরি হলো ভারতের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া ক্রিকেট লিগে। পিওয়াইসি জিমখানা’র প্রীতম নান্দেরের বিপক্ষে করেন ৩০৬ রান।
প্রীতমের দল নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৫৯৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৬ রানে অল আউট হয়ে যায় নান্দের। জিমখানা ক্লাব জয়ী হয় ৫০৮ রানের বড় ব্যবধানে
মুম্বাই ক্রিকেটারদের এমন কীর্তি অবশ্য নতুন কোন ব্যাপার নয়। ক’দিন আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০৯ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন মুম্বাইয়ের প্রণব ধানওয়াড়ে।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর