সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:২২:৫৮

‘আশরাফুলের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন যাত্রা শুরু’

‘আশরাফুলের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন যাত্রা শুরু’

স্পোর্টস ডেস্ক:  বলতেই হয় বাংলাদেশ ক্রিকেট দল এখন অনেকটাই পরিপূর্ণ। মূলত বাংলাদেশ ক্রিকেটের এই অগ্রযাত্রা শুরু হয় অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের হাত ধরে।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগল।

তিনি বলেন, 'বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের সাথে কত যে স্মৃতি যে জড়িয়ে আছে। কেনিয়াকে হারিয়ে আমিনুল ইসলাম, আকরাম খান, মোহাম্মদ রফিকের বাংলাদেশ যেবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তখন আমি রেডিওতে ধারাবিবরণী দিচ্ছিলাম। সেদিন প্রচুর পরিমাণে দর্শক বাংলাদেশ সমর্থন করেছিল।

এর বহু বছর পর বাংলাদেশ দল এখন অনেক পরিণত। শুরুটা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের হাত ধরে। অন্য কোনো পরিবেশে থাকলে সে হয়তো অনেক বড় তারকা হতে পারতো। তবে আমার বিশ্বাস বাংলাদেশকে সবচেয়ে বেশি সফলতা এনে দিয়েছেন হলেন সাকিব, মুশফিকুর রহিম, মাশরাফি এবং তামিম ইকবাল।’

‘তরুণ প্রজন্মের জন্য তারা অনুপ্রেরণার। রুবেল ও তাসকিন আহমেদের বিষয়ে বাংলাদেশের অবশ্যই যত্নশীল হওয়া উচিত। কারণ তারা আসলেই অনেক গতিসম্পন্ন বোলার।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে