স্পোর্টস ডেস্ক: আর মাত্র এক দিন। তারপরেই মিরপুরে শুরু হচ্ছে এশিয়ার পাঁচ জাতির ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ ২০১৬। আর এ টুর্নামেন্টে মাশরাফি- মুস্তাফিজের পানির তৃষ্ণা মেটাবে ফ্রেশ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ সম্মেলনের জানান, এবারের টুর্নামেন্টে অফিশিয়াল পানীয় হিসেবে থাকছে ফ্রেশ।
ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ-২০১৬ এর গোল্ড স্পন্সর ও বেভারেজ পার্টনার হয়েছে ফ্রেশ। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যতম সেরা এ কোমল পানীয় এর আগেও ক্রিকেটের সঙ্গে নানাভাবে যুক্ত ছিল।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল সহ মোট ৫টি দলের অংশগ্রহণে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়া কাপের ১৩ম আসর। ২৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
২২ ফেব্রুযারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস