সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪৪:২৯

বড় ধরনের দুঃসংবাদ পেতে যাচ্ছেন রুবেল হোসেন

বড় ধরনের দুঃসংবাদ পেতে যাচ্ছেন রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক: ইনজুরিতে থাকা অবস্থায় ক্রিকেট বোর্ডের গাইডলাইন ফলো না করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রিয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন পেসার রুবেল হোসেন! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কথায় ঠিক এমনটাই ইঙ্গিত মেলে।

সোমবার বিসিবির নির্ধারিত সভায় অনেক বাংলাদেশে ক্রিকেটের অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সে সঙ্গে পেসার রুবেলের ইনজুরির প্রসঙ্গ নিয়েও কথা উঠে। আর সভা শেষেই মিডিয়ার মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

পেসার রুবেল প্রসঙ্গে নাজমুল বলেন, ‘নিয়ম অনুযায়ী ইনজুরিতে থাকা অবস্থায় প্রত্যেক ক্রিকেটারকে পূনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখানে থাকে বিসিবির গাইডলাইন। কিন্তু রুবেল সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়নি। ফলে তাকে আমরা কারণ দর্শানোর নোটিশ দেব। সে কী জবাব দেয়, তা দেখব আমরা। তার যুক্তি যদি আমাদের মনঃপুত হয়, তাহলে ভিন্ন কথা। তবে যুক্তি সংগত না হলে, কেন্দ্রীয় চুক্তিতে রুবেল বাদ পড়বে’।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে