স্পোর্টস ডেস্ক: আগামীকাল বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করবে বালাদেশ। একই সময়ে ফতুল্লায় অনুশীলন করবে ভারতীয় দল। এ সময় মহেন্দ্র সিং ধোনি বাহিনীর সাথে টাইগারদের সাক্ষাৎ হতে পারে। এরপর আগামী বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
এশিয়া কাপ ও টি- টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে খুলনা ও চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প শেষ করে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার শুরু হয় মাশরাফিদের অনুশীলন। গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে খুলনা যায় মাশরাফিরা। সিরিজ শেষে খুলনাতেই চলে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি। এরপর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে চট্টগ্রামে অনুশীলন করে বাংলাদেশ।
চট্টগ্রাম পর্ব শেষে তিন দিন বিশ্রাম নিয়ে মিরপুরের সবুজ চত্ত্বরে ফেরে টাইগাররা। তবে কাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচের কারণে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করবে বালাদেশ দলের সঙ্গে একই সময়ে ফতুল্লায় অনুশীলন করবে ভারতীয় দল।
২২ ফেব্রুযারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস