সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০৭:১১

সোনাজয়ী মাবিয়াদের পাশে বিসিবি

সোনাজয়ী মাবিয়াদের পাশে বিসিবি

স্পোর্টস ডেস্ক: বলা বাহুল্য যে দিনে দিনে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বিসিবির চোখ ক্রিকেট ছেড়ে অন্যদিকেও পড়েছে। অর্থাৎ তাদের লক্ষ্য ক্রিকেটারদের উৎসাহিত করার পাশাপাশি অন্য ইভেন্টের খেলোয়াড়দেরও কাছে টানা। সেই লক্ষ্যেই এবার এসএ গেমসের সোনাজয়ী প্রত্যেক অ্যাথলেটকে প্রতিটি সোনার পদকের জন্য ৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিল বিসিবি।

মিরপুরে বিসিবি কার্যালয়ে এক সভা শেষে মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠিত এসএ গেমসে এবার চারটি সোনা জিতেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। সাঁতারে ২টি সোনা জিতেছেন মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলনে ১টি সোনা জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত ও অন্যটি শ্যুটার শাকিল আহমেদের। বিসিবি তাই মাহফুজাকে ১০ লাখ এবং মাবিয়া ও শাকিলকে ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয় হকি দলের জন্য বিশ্বমানের বিদেশি কোচ আনা হলে সেই কোচের বেতনের অর্থ জোগানোর প্রতিশ্রুতিও দিয়েছে বিসিবি।
এ প্রসঙ্গে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘অন্য খেলাগুলোর চেয়ে হকিতে বাংলাদেশের বৈশ্বিক পর্যায়ে সাফল্যের সম্ভাবনা বেশি বলে মনে করে আমরা। আর সে কারণেই হকিতে বিশ্বমানের কোচ আনা হলে তাঁর খরচ দিতে চায় বিসিবি।’
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে