স্পোর্টস ডেস্ক: সোমবার ছিল বিসিবির নির্ধারিত সভা। সভায় অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ছিল ইনজুরিতে পড়া পেসার রুবেল হোসেনের প্রসঙ্গটিও। সভা শেষে মিডিয়ার মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। এমনিতে ইনজুরিতে পড়ে দলের বাইরে। তারপর আবার বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন পেসার রুবেল হোসেন।
বিসিবি বলছে, ইনজুরিতে থাকা অবস্থায় পুনর্বাসন কার্যক্রমের নিয়ম ভেঙেছেন তিনি। যে শিডিউল দেওয়া হয়েছিল তা পুরোপুরি মেনে চলেননি। আর এ কারণেই রুবেল হোসেনকে বিসিবির কেন্দ্রীয় চুক্তির অন্তভক্ত করা সম্ভব্যময় হয়নি।
একইদিন দিন সভা শেষে জানানো হয়, ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান হচ্ছেন আকরাম খান। গত বছর আকরামকে এই পদ থেকে সরিয়ে দুর্জয়কে আনা হয়েছিল। ওই সময় আকরামকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়। এছাড়া ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান করা হয়েছে আ জ ম নাসিরকে। দুর্জয়ের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না। গত বছর ‘এ’ দলের ভারত সফরের সময় থেকে দুজনের বিরোধ চূড়ান্ত পর্যায়ে চলে যায়।
২২ ফেব্রুযারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস