স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ২৪ তারিখ দেশের মাটিতে শরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আর সে লক্ষ্যে মাথার ঘাম মাটিতে ফেলছে মাশরাফি বাহিনী। লক্ষ্য একটাই এশিয়া কাপে ভালো পারফরম্যান্স। আর তা কাজে লাগিয়ে বিশ্বসেরাদের আসর বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের প্রমাণ।
তবে এশিয়া কাপের আগেই সুসংবাদ পেলো মাশরাফি বাহিনী। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ উপলক্ষ্যে ক্রিকেটারদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক্ষেত্রে খেলোয়াড়দের ৭টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে।
সাতটি ক্যাটাগরিতে সর্বোচ্চ বেতন হবে ৩০ লাখ টাকা। আর সর্বনিম্ন হবে ৩ লাখ ৫০ হাজার টাকা।
প্লেয়ার-বাই-চয়েজ এর ভিত্তিতে বিভিন্ন দল ক্রিকেটারদের দলে ভেড়াবে। একই নিয়ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলে অনুসরণ করা হয়েছিল।
নিম্নে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন বেতন কাঠামোর ক্যাটাগোরি ও বেতন তুলে ধরা হল:
ক্যাটাগোরি টাকার পরিমাণ
এ+ ৩০ লাখ
এ ২৫ লাখ
বি+ ২০ লাখ
বি ১৫ লাখ
সি ৮ লাখ
ডি ৪ লাখ ৫০ হাজার
ই ৩ লাখ ৫০ হাজার।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস