স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংকে ৬৬ রানে হারিয়েছে আফগানিস্তান। ফলে হংকংয়ে বিদায় নিশ্চিত করে নিজেদের আশা বাঁচিয়ে রাখলো মোহাম্মদ নবী বাহিনী। আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান করে আফগানিস্তান।
আজ মিরপুর শেরে ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে দেখে শুনে ব্যাট করেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও নূর আলী জাদরান। তবে দলীয় ২৭ রানে ওপেনার শাহজাদকে হারিয়ে হোঁচট খায় আফগানিস্তান। এরপর দ্রুতই ফিরে যান নুর আলীও। তবে আসগর স্তানিকজাইয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় আফগানরা। আসগরের ৪৯ ও নজিবুল্লাহ জারদানের ৬০ রানের দারুণ ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান।
১৭৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভাল শুরু করেন দুই ওপেনার কিঞ্চিৎ ও আনশুমান। তবে দলীয় ৫৬ রানে ব্যক্তিগত ২৯ রান করা কিঞ্চিৎকে ফিরিয়ে দুই জনের জুটি ভাঙ্গেন মোহাম্মদ নবী
২২ ফেব্রুযারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস