সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪১:৫৩

সুখবর পেলেন বাংলাদেশি আম্পায়ার

সুখবর পেলেন বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস ডেস্ক:  ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আম্পায়ারিং করা থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ ছিলেন বাংলাদেশি আম্পায়া নাদির শাহ্ । তবে নিষিদ্ধ হওয়ার তিন বছরের মাথায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করার অনুমতি পেলেন তিনি।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন।

২০১২ সালে ইন্ডিয়া টিভির এক সাংবাদিক জুয়াড়ি সেজে নাদির শাহসহ অনেক আম্পায়ারকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়। অর্থ পেলে মাঠে যেকোনও সিদ্ধান্ত দিতে রাজি হন ছয়জন আম্পায়ার। তাদের মধ্যে একজন ছিলেন নাদির শাহ। ইন্ডিয়া টিভি পরবর্তীতে আম্পায়ারদের প্রস্তাব দেয়ার গোপন ভিডিও ফাঁস করে দেয়।

‘নাদির শাহও অনেকবার নিজের ভুল বুঝতে পেরে আবেদন করেছেন। অন্যান্য দেশে যারা একই রকম অপরাধ করেছে তারা তিন বছরের শাস্তি পেয়েছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি তার শাস্তি কমানোর। তিনি আগামী মৌসুমে শুরু হওয়া ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করতে পারবেন।’ বলেন পাপন।
প্রসঙ্গত, ফিক্সিংয়ের অভিযোগে নাদির শাহকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে