সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৭:৪৭

শক্তিশালী জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

শক্তিশালী জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে একটি অ্যাওয়ে ম্যাচ বাকি আছে। যা আগামী ২৪ মার্চ জর্ডানের বিপক্ষে দেশটির রাজধানী আম্মানে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের আগে আবুধাবিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ১৮ মার্চ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

সোমবার ন্যাশনাল টিমস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি এতে সভাপতিত্ব করেন। সভায় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জর্ডান সভায় উক্ত দলের টিম লিডার হিসেবে বাফুফে সহ-সভাপতি বাদল রায় ও ম্যানেজার হিসেবে থাকবেন বাফুফে সদস্য সত্যজিৎ দাস রূপু। দলের প্রধান কোচ হিসেবে থাকবেন স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মরেনো। তার সহকারী হিসেবে কাজ করবেন সৈয়দ গোলাম জিলানী ও গোলরক্ষক কোচের দায়িত্বে থাকবেন আতিকুর রহমান আতিক।
২২ ফেব্রুযারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে