স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ২৪ তারিখে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টটির জন্য প্রস্তুত সবগুলো দেশ। টুর্নামেন্টকে সামনে রেখে বর্তমানে অনুশীলনে ব্যাস্ত ক্রিকেটাররা। পরশু দিন থেকে আসর শুরুর আগেই বড় ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল। আজ অনুশীলন করতে গিয়ে পেশিটে টান লেগেছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
আঘাতটা মোটামুটি গুরুতরই। তাই বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে মাঠে না দেখা গেছে। আর সেটা স্পষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের দেয়া বক্তব্যে। ধোনির জায়গায় জরুরী ভিত্তিতে ভারত থেকে উড়িয়ে আনা হচ্ছে উইকেটরক্ষক পার্থিব প্যাটেলকে।
ধোনির ইনজুরিতে পড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় বোর্ডের সেক্রেটারি অনুরাগ ঠাকুর এক বিবৃতিতে বলেন, ‘ভারতের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পেশিতে চোট পেয়েছেন। আজ (সোমবার) ঢাকায় অনুশীলনকালে পেশিতে আঘাত পান তিনি। এশিয়া কাপের জন্য ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে পার্থিব প্যাটেলের নাম ঘোষণা করেছেন ভারতের নির্বাচকরা।’
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর