সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৯:২৩

আশরাফুলের পর নতুন গৌরব অর্জন করলেন মাশরাফি

 আশরাফুলের পর নতুন গৌরব অর্জন করলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের পর বাংলাদেশের হয়ে নতুন গৌরব অর্জন করলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রোববার মাশরাফি চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জাতিসংঘের শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন।  

শিশুদের উন্নতি ও নিরাপত্তাসংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে ইউনিসেফ। মাশরাফি বিন মুর্তজাও এখন থেকে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন কল্যাণ ও সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করে মাশরাফি বলেন, ‘কয়েকদিন আগে জাতিসংঘ থেকে এ বিষয়ে আমাকে একটি প্রস্তাব দেয়া হয়েছিল এবং আমি তাতে সম্মতি জানিয়েছি।

অবশ্য মাশরাফির জন্য এটা নতুন নয়। এর আগেও শিশুদের সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন মাশরাফি। গত বছর ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) আয়োজনে শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক।
ক্রিকেটারের পাশাপাশি চলচ্চিত্র অভিনেত্রী আরিফা জামান মৌসুমী, জাদুশিল্পী জুয়েল আইচ ও টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে শুভেচ্ছাদূত করে ইউনিসেফ।

২২ ফেব্রুযারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে