সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৬:২৯

দু’হাত নেই, তারপরও চার-ছয় মারেন আমির হুসেন

দু’হাত নেই, তারপরও চার-ছয় মারেন আমির হুসেন

স্পোর্টস ডেস্ক : কাশ্মীরের আমির হুসেনের একটি ভালো খবর।  যে ঝিলামের জলে একদিকে বয়ে যাচ্ছে ভারতীয় সেনাদের রক্ত সেই ঝিলামের তীরেই লড়াই করে এক টুকরো স্বপ্ন পূরণ করছে আমির হুসেন।  স্বপ্ন তার ক্রিকেটার হওয়ার।  কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখেছেন আমির।

কিন্তু কীভাবে? তার তো নেই দুটি হাতই।  আলাদা আমিরের আছে অবিশ্বাস্য মনের জোড়।  দুই হাত নেই কি হয়েছে, তবুও প্রতিবন্ধকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্রিকেট ব্যাট হাতে চার, ছয় মেরে চলেছেন আমির।  

যে ব্যাট ধরার জন্য এত লড়াই সেই ব্যাটই অবশ্য আমিরের প্রতিবন্ধকতার কারণ।  আমিরের বয়স তখন বছর তিনেক মতো তখন খেলতে খেলতে বাড়ির পাশের এক ক্রিকেট ব্যাট তৈরির কারখানায় মেশিনে হাত দুটো কাটা পড়ে যায়।

কৃষক বাবার পক্ষে আমিরকে হাত ফিরিয়ে দেয়া সম্ভব হয়নি।  কিন্তু আমিরকে তিনি দিয়েছিলেন অসম্ভব মনের জোর।  আর সেই মনের জোর দিয়েই আমির এখন কাঁধ ও গলার মাঝে ব্যাট ধরে ক্রিকাট খেলে।  

পা দিয়ে লেগ স্পিন করেন, ক্যাচ ধরেন, ফিল্ডিংও করেন।  আমির এখন রাজ্য প্যারা ক্রিকেট দলে খেলেন।  স্বপ্ন গুরু শচীন টেন্ডুলকারের মতো ‘মেন ইন ব্লু'য়ে খেলার।  সূত্র : কলকাতা
 ২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে