স্পোর্টস ডেস্ক: নাসির এতদিন ভক্তদের মনে সুগন্ধি ছড়ালেও এবার বাহ্যিক অংশে সুগন্ধি ছড়াতে প্রস্তুত। অর্থাৎ তার নামে বাজারে সুগন্ধি এনেছে ওমেন্স ওয়ার্ল্ডভ নাসিরের নামের আধ্যক্ষর এবং তার ৬৯ নম্বর জার্সি মিলিয়ে ওই সুগন্ধির নাম রাখা হয়েছে ‘এনএইচ ৬৯’।
সোমবার রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে এই সুগন্ধি বাজারজাত করণের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পণ্যটি মূলত নাসিরের সিগনেচার সম্বলিত। সুগন্ধিটির দাম ধরা হয়েছে ১৯৫০ টাকা। বাংলাদেশে কোনো ক্রীড়াবিদের নামে সুগন্ধি বাজারজাত এটাই প্রথম।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘এনএইচ ৬৯’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাব্বির রুম্মন, ওমেন্স ওয়ার্ল্ড বাংলাদেশ এর সিইও ফাহাদ আলম রাজ এবং ব্যবস্থাপনা পরিচালক কনা আলম উপস্থিত ছিলেন।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর