স্পোর্টস ডেস্ক : ব্যাটিং লাইন-আপ নিয়ে মহেন্দ্র সিংহ ধোনির মাথাব্যথা নেই। চিন্তা বোলিং নিয়ে। ভারতের পিচে অশ্বিন-জাদেজা-যুবরাজের স্পিন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু প্রশ্ন থাকছেই।
যার উত্তর দিতে পারেন এক ‘বৃদ্ধ’ এবং এক তরতাজা তরুণ। ভারতের বোলিং বলতেই যখন সকলে স্পিনারদের কথা ভাবছেন, তখনই সব হিসেব উল্টে দিতে পারেন এই দু’জন। আশিস নেহারা এবং যশপ্রীত বুমরা।
এমনটা মনে করার কারণ কী? বলা হচ্ছে, বিপক্ষ ভারতের বোলিং সামাল দেওয়ার জন্য স্পিন মাথায় রেখেই স্ট্র্যাটেজি তৈরি করবে। আর সেটাই হয়ে উঠতে পারে লৌহবাসরের ছিদ্র।
নেহারা বলেছেন, ‘‘আমার যখন অভিষেক হয়েছিল, তখন বুমরার বয়স পাঁচ। টিম ম্যানেজমেন্ট আমাকে এই বোলিং গ্রুপটাকে গাইড করতে বলেছে। টি-২০ তে সাধারণত চার বা পাঁচজন বোলার বল করেন। সকলকে কনট্রিবিউট করতে হবে। যে কোনও একজনের খারাপ দিন যেতেই পারে। বাকিদের তখন দায়িত্ব নিতে হবে।’’
এর সঙ্গেই নেহারা জুড়েছেন, ‘‘অভিষেকের থেকে কামব্যাক কঠিন। আমি এই দলে সিনিয়রমোস্ট। সকলে আশা করেন, এই বোলিং অ্যাটাককে আমিই নেতৃত্ব দেব। বুমরা, পাণ্ড্য কী করতে পারে, সকলেই দেখেছেন।’’
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস