স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ থেকে জাতিসংঘের ক্রীড়া শুভেচ্ছা দূত হলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি শুধু একজন বোলার হিসেবেই নন, ষোলো কোটি বাঙালির প্রতিনিধিত্ব করেন তিনি। তাই তাকে জাতিসংঘের পক্ষ থেকে দূত হিসেবে বেছে নেয়া হলো।
গত বছর মাশরাফির নেতৃত্বেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একাদশ বিশ্বকাপ ক্রিকেট থেকে শুরু করে ঘরের মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখে টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ ও ভারতকে পরাজিত করে তারা। বলা হয়, গত বছর ছিল বাংলাদেশ ক্রিকেটের সোনালী বছর।
জাতিসংঘ তার সদস্যভূক্ত দেশগুলোর মাঝে নির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শুভেচ্ছা দূত নিয়োগ করে থাকে। শুভেচ্ছা দূতের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় নেতা, খেলোয়াড়, চলচ্চিত্র তারকা প্রমুখ পেশাজীবীদেরকে সম্পৃক্ত করা হয়।
শান্তির বার্তাবাহক, খাদ্য ও কৃষি সংস্থা, এইচআইভি ও এইডস কর্মসূচি, পরিবেশ কার্যক্রম, ইউএনডিপি, ইউনেস্কো, ইউনোডিসি, ইউএনএফপিএ, মানবাধিকার কমিশন, ইউনিসেফ, ইউনিডো, ইউনিফেম, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রমুখ প্রতিষ্ঠান বা সংস্থাগুলো তাদের কার্যক্রম বাস্তবায়নের জন্য শুভেচ্ছা দূত হিসেবে বিভিন্ন সময়ে বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়োগ দিয়ে থাকে।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস