স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক অস্থিতার কারণে পাকিস্তান সুপার লিগ(পিএসএল) অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছেন আগামী বছর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানেই। আর তাতেই চিন্তিত হয়ে পড়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেলের।
পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি সম্প্রতি বলেন, ‘পাকিস্তানে বিদেশি ক্রিকেটারদের সফরের পথ করে দেবে পিএসএল।’ দ্বিতীয় বছরের এই টুর্নামেন্ট নিজের দেশে, অর্থাৎ পাকিস্তানে আয়োজনের ইঙ্গিত দেন পিএসএল চেয়ারম্যান। এর বিরোধিতা করেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল। পাকিস্তানের অবস্থাকে তিনি ইরাকের সঙ্গে তুলনা করেছেন।
ইসলামাবাদ ইউনাইটেড দলের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল বলেন, ‘আমার কাছে এটা ইরাক সফরে যাওয়ার মতোই। আমি ছবিতে দেখেছি ইরাক সুন্দর একটি দেশ। পাকিস্তানও সুন্দর। সেখানকার মানুষরাও চমৎকার। কিন্তু তাদের ঘিরে থাকা আবহাওয়াটাও একটা বিষয়। পাকিস্তানে খেলতে যাওয়ার ইচ্ছে থাকবে। কিন্তু এটাও সত্যি পাকিস্তান সফরে যেতে ভয়ও পাব।’
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস