স্পোর্টস ডেস্ক : অতীতের কথা মাথায় রেখে বাংলাদেশকে হালকা ভাবে নেওয়ার রাস্তা হাঁটছে না টিম ইন্ডিয়া৷ এশিয়া কাপে বুধবার ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ৷আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ হচ্ছে টি-২০ ফর্ম্যাটে৷
রোববার রাতেই ঢাকা পৌঁছায় টিম ইন্ডিয়া৷ সোমবার ফাতুল্লায় প্রথম প্র্যাকটিসে নামে ভারত৷ কিন্তু প্রথম দিনই ভারতীয় শিবিরে দুঃসংবাদ৷ পিঠের ব্যাথায় কাবু ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ব্যাক-আপ হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পার্থিব প্যাটেলকে৷
বুধবার সম্ভবত উইকেটের পিছনে দাঁড়াতে পারেন গুজরাতের উইকেটকিপার ব্যাটসম্যান৷ ভারতের পরের ম্যাচই পাকিস্তানের বিরুদ্ধে৷ ১৯ মার্চ ধরমশালায় ভারত-পাকিস্তান মহারণের আগে শনিবার মীরপুরে আমনে-সামনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী৷
বাংলাদেশকে অবশ্য হালকা ভাবে নিচ্ছে না ভারত৷ এদিন ফাতুল্লায় সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার ডিরেক্টর রবি শাস্ত্রী জানান, ‘বাংলাদেশের ক্রিকেটকে আমি খুব ছোট থেকে দেখছি৷ বাংলাদেশ এখন একটা দল হিসেবে খেলছে৷ যা দেখে আমি খুশি৷ কোনও প্রতিপক্ষকেই হালকা ভাবে নেওয়া উচিত নয়৷ গত বছর এখানে ওরা আমাদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে৷ ওদের সম্মান করতেই হবে৷’
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস