স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ে দারুণ চন্দে বাংলাদেশ ক্রিকেট দল। গেল বিশ্বকাপ থেকে একের পর এক জয় তুলে নিচ্ছে মাশরাফি বাহিনী। তাই ক্রিকেট ভক্তদের প্রত্যাশা একটি বেশিই তাদের কাছে। তারা মনে করছেন নিশ্চিত টাইগাররা সম্মান সূচক তুলে নেবে।
বুধবারই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যদিও এবার এশিয়া কাপটা টি-টোয়েন্টি ফরম্যাটের। যেখানে অনেক পিছিয়ে বাংলাদেশ। তবুও আশার বানী শোনালেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।তিনি মনে করছেন, বাংলাদেশি খেলোয়াড়রা জয়ের টার্গেট নিয়ে মাঠে নামবে। এছাড়া টাইগারদের পক্ষে জয় তুলে নেয়া সম্ভব।
টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘ খুলনা ও চট্টগ্রামে দু’পর্বের অনুশীলন বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া আমরা বেশ কিছু অনুশীলন ম্যাচও খেলেছি। আর তাতে প্রস্তুতিটা ভালোই হয়েছে।এককথায় সব মিলিয়ে আমাদের প্রস্তুতিটা খুব ভালোই হয়েছে।’
দেশের মাটিতে এশিয়া কাপ। তাই যার পর নাই বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। তাই এশিয়া কাপে লক্ষ্য নিয়ে রিয়াদের কাছে সাংবাদিকদের প্রশ্নও ছিল। লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে রিয়াদ বলেন, ‘শুধু প্র্যাকটিস অবশ্যই নয়। যখন ম্যাচ হবে, আমরা অবশ্য লড়াই করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের দলের জন্য শুরুটা খুব গুরুত্বপূর্ণ। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। শুরুটা ভালো হলে আমরা সেখান থেকে এগিয়ে যেতে পারবো।’
পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা সবাই খেলার মধ্যে আছে। সে তুলনায় বাংলাদেশ কি অনেকটা পিছিয়ে নেই? জবাবে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘আমরাও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেললাম, চার ম্যাচের। এরপর কিছুটা সময় আমাদের দরকার ছিল, ঘাটতিগুলো নিয়ে কাজ করার জন্য এবং স্কিলে উন্নতির জন্য। প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো সময় আর ছিল না। কিছু জিনিস কিয়ে কাজ করা দরকার ছিল। আমরা সে সব করেছি। দিন শেষে মাঠে গিয়ে সেসব দেখাতে হবে। মাঠে দেখাতে না পারলে লাভ নেই। মাঠে দেখাতে পারলে প্রস্তুতিও সফল হবে।’
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর