স্পোর্টস ডেস্ক : রচিত হয়েছে হয়েছে বেদনার কাব্য। এশিয়াকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে দেশে ফিরে যাচ্ছে ৩টি দেশ।
অঘটন ঘটিয়েছে একটি দেশ। এই দেশটি টাইগারদের জন্যও হুমকি। মাশরাফি বাহিনীর বিপক্ষেও মাঠে নামবে তারা।
অঘটন ঘটানো দেশটির নাম আরব আমিরাত। আফগানিস্তান, ওমান ও হংকংকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়াকাপ থেকে বিদায় করেছে আকিব জাবেদের এই টিম।
ফতুল্লায় শুরু হয়েছিল আরব বসন্ত। মিরপুরেও রাজত্ব দেখিয়েছে আরব আমিরাত। আফগানিস্তান দুটি ম্যাচে বড় জয় পেলেও দেশে ফিরে যেতে হচ্ছে নবীদের।
এশিয়াকাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ৫ম দেশ হিসাবে হুমকি দিয়েছে আরব আমিরাত। বাছাইপর্বে আফগানদের বিপক্ষে আরবরা জয় পায় ৫০ রানে।
শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয় পায় ৭১ রানের ব্যবধানে। হংকংয়ের বিপক্ষে ৬ উইকেটে ও ৯ বল হাতে রেখে। মূল পর্বে বড় বড় দেশকে হরিয়ে চমক দেখানে পারে আরবরা।
২৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর