মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৪:২১

বিসিবির নতুন চুক্তিতে মুস্তাফিজ-সৌম্য ও সাব্বির

বিসিবির নতুন চুক্তিতে মুস্তাফিজ-সৌম্য ও সাব্বির

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে (বিসিবি) খেলোয়াড়দের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে এবার নির্ধারণ হয়েছে কেন্দ্রিয় চুক্তির ১৪ জন ক্রিকেটারের নাম।
গতকাল (সোমবার) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তালিকাটি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিন তালিকা পাঠালেও ক্যাটাগোরি নির্ধারণ করেনি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চলতি বছরের জানুয়ারি থেকে বেতন পাবেন চুক্তিতে থাকা ক্রিকেটাররা। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে।  


আগের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন, শফিউল ইসলাম ও এনামুল হক বিজয়। আর নতুন চুক্তিতে প্রথমবারের মতো স্থান পেয়েছেন মুস্তাফিজুর রহমান-সৌম্য সরকার ও সাব্বির রহমান।


বিসিবির নতুন চুক্তিতে থাকা ১৪ ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, মুমিনুল হক ও তাইজুল ইসলাম।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে