স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের এশিয়াকাপ দলে এসেছে আমূল পরিবর্তন। যে কোনো সময় ঢাকায় পা রাখবে পাকিস্তানের ক্রিকেটাররা। ডাক পেয়েছেন ৩ গ্রেট ক্রিকেটার।
এর আগে দলে আমূল পরিবর্তন। পাকিস্তানের সাবেক বড় তারকা মোহাম্মদ সামিকে দলে ডাক দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
আহত হওয়া রুমান রাজেসের যায়গায় ডাক পেয়েছেন এই পেসার। পাকিস্তানের সুপার লিগে দারুণ ব্যাটিং করা সারজিল খানকে আহত হওয়া বাবর আজমের যায়গায় দলে নিয়েছে পিসিবি।
দলের নির্বাচকরা আরো একটি পরিবর্তন এনেছেন দলে। ইফতেখারের যায়গায় খালিদ লতিফতে দলে নেয়া হয়েছে। এইসব চমক নিয়ে বাংলাদেশের জন্য বিমানে উঠবে আফ্রিদিরা।
আফ্রিদির দলের সেরা হাতিয়ার হিসাবে রয়েছেন, মোহাম্মদ আমির, হাফিজ, ওমর আকমল, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।
২৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর