স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো দল নিয়েছেন ঢালিউডের নায়ক শাকিব খান। তবে কিং খান খ্যাত এ অভিনেতার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। তাঁর দল ঢাকা ক্যাপিটালস এবারের আসরে ছয় ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি।
তবে আজ নিজেদের সপ্তম ম্যাচে ঢাকা জয়ের আশা করতেই পারে। দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ঢাকা ১ উইকেট হারিয়ে গড়েছে ২৫৪ রানের সংগ্রহ। বিপিএলে সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ এটিই।
বিপিএলের ইতিহাসে ঢাকার সর্বোচ্চ দলীয় রান সংগ্রহের রেকর্ড গড়ার পথে আজ তান্ডব চালিয়েছেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশের দলে জায়গা পাননি লিটন। সাদা বলের ক্রিকেটে তাঁর ফর্ম ভালো নয় বলেই দল থেকে বাদ দেয়া হয়েছে। এদিকে দল থেকে বাদ পড়ার ক্ষোভই যেন আজ রাজশাহীর বোলারদের উপর ঝেড়েছেন লিটন।
তিনি আজ ওপেনিংয়ে নেমে খেলেছেন ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস। ২২৭.২৭ স্ট্রাইকরেটে ১০ চার আর ৯ ছয়ে মারকুটে এই ইনিংস খেলেন তিনি। এদিকে লিটনের মতোই আজ আগ্রাসী খেলেছেন ঢাকার আরেক ওপেনার তানজিদ তামিম। তিনিও করেছেন সেঞ্চুরি। ৬৪ বলে ১০৮ রান করে তামিম আউট হন শেষ ওভারে।
এদিকে তামিম-লিটনের জুটিও আজ গড়েছে দারুণ এক রেকর্ড। উদ্বোধনী জুটিতে এ দুজন মিলে আজ করেছেন ২৪১ রান। বিপিএলে উদ্বোধনী জুটিতে সবথেকে বেশি রান করার রেকর্ড এটিই। এমনকি বিপিএলে যে কোনো উইকেটেই সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এটিই।
ঢাকার বোলারদের উপর আজ শুরু থেকেই তাণ্ডব চালিয়েছেন লিটন-তামিমরা। পাওয়ার প্লে তে ঢাকার স্কোরবোর্ডে ওঠে ৫৯ রান। এরপর তামিম-লিটন মিলে রাজশাহীর বোলারদের বল একের পর এক বাউন্ডারি ছাড়া করেছেন। দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে ৪৪ বলে সেঞ্চুরি করেন এটি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে লিটনের প্রথম সেঞ্চুরি এটিই।
৪৪ বলে সেঞ্চুরি করে বিপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুতগতির সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন লিটন। আর তাঁর করা এই সেঞ্চুরি বিপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
বিপিএলের ইতিহাসে দ্রুততম দ্বিতীয় শতকে এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটন সমানসংখ্যক বলে করেছেন সেঞ্চুরি।
বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।