স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে (বিসিবি) খেলোয়াড়দের নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়েছে। খেলোয়াড়দের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে নির্ধারিত হয়েছে কেন্দ্রীয় চুক্তির ১৪ জন ক্রিকেটারের নাম।
গতকাল (সোমবার) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তালিকাটি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির কেন্দ্রীয় চুক্তির ১৪ জনের মধ্যে থেকে ছিটকে পড়েছেন পেসার রুবেল হোসেন। শফিউল ইসলাম ও এনামুল হক বিজয়। আর তাদের স্থলে নতুন চুক্তিতে প্রথমবারের মতো স্থান পান মুস্তাফিজুর রহমান-সৌম্য সরকার ও সাব্বির রহমান। ধারণা করা যায় বোর্ডের নিয়ম ভঙ্গ এবং মুস্তাফিজের কারণেই কপাল পুড়েছে পেসার রুবেল হোসেনের। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকায় স্বাভাবিকই এশিয়া কাপ এবং পরবর্তী বিশ্বকাপে দেখা যাবে না তাকে।
বিসিবির নতুন চুক্তিতে থাকা ১৪ ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, মুমিনুল হক ও তাইজুল ইসলাম।
২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর