মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৫:৫০

প্রিয় মাশরাফিকে মাহমুদুল্লাহ’র অভিনন্দন

প্রিয় মাশরাফিকে মাহমুদুল্লাহ’র অভিনন্দন

স্পোর্টস ডেস্ক: এই প্রথমবারের মত কোন বাংলাদেশি অধিনায়ক হিসেবে জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তার এমন সুখের বার্তায় গর্বিত পুরো জাতি। সেই সাথে গর্বিত ক্রিকেট টিম। আর এ নিয়ে অধিনায়কে অভিনন্দন জানাতে ভুলেননি তারই প্রিয় সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ।

গতকাল (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেন,‘বাংলাদেশ অধিনায়ক জাতিসংঘের শুভেচ্ছাদূত হওয়াতে পুরো দেশের মত সতীর্থ হিসেবে আমরাও গর্ব বোধ করছি। তাই ক্রিকেটারদের পক্ষ থেকে তাঁকে আমাদের অভিনন্দন।’

প্রসঙ্গত, মূলত খেলাধুলায় অসামান্য অবদানের ফলে জাতিসংঘ মাশরাফিকে শুভেচ্ছাদূত হিসেবে বেছে নিয়েছে। দু-একদিনের মধ্যেই জাতিসংঘ থেকে এই ঘোষণা আসবে বলে নিশ্চিত করেন মাশরাফি নিজেই।

২৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে