সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ০৬:২৯:৪৯

জানেন এবার কোন দেশ থেকে এত বড় সুখবর পেলেন লিটন দাস?

জানেন এবার কোন দেশ থেকে এত বড় সুখবর পেলেন লিটন দাস?

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। নড়বড়ে ব্যাটিংয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হারিয়েছেন। বাদ পড়ার দিনে সিলেটে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যেন নির্বাচকদের বার্তাই দিয়ে রাখলেন। বিপিএলের ম্যাচে ৫৫ বলে ১২৫ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি। এবার পাকিস্তান থেকেও এলো বড় সুখবর। 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। টাইগার ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। 

ঐতিহ্যবাহী লাহোর ফোর্টে বসেছে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। দেশটির ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।

প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত ছিলেন আজ। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

মুস্তাফিজ ও সাকিবের পর প্রথম ডাকে দল পাননি ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদরা। তবে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএলে গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। যা পিএসএলে তাকে দল পেতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে।

প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেওয়ার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে